মূলত ব্যাট ও বল হাতে ধারাবাহিক ব্যর্থতার মাশুল গুণতে হলো মঈন আলীকে। গত ৮ ইনিংসের চারটিতেই ‘ডাক’ আর বল হাতে বাজে পারফরম্যান্স মিলিয়ে তার বাদ পড়াটা অনুমিতই ছিল।
এদিকে মঈনের বদলে ডাক পাওয়া লিচের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। কয়েক সপ্তাহ আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন তিনি। এছাড়া ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন। মূলত প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথকে ঠেকাতেই লিচের ডাক পড়েছে। ফিঙ্গার স্পিনে স্মিথের দুর্বলতাই লিচের কপাল খুলে দিয়েছে।
ইংলিশ স্কোয়াডে স্বাভাবিকভাবেই নেই পেসার জেমস অ্যান্ডারসন। হাঁটুর নিচের অংশে ইনজুরি নিয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার বল করতে সক্ষম হন ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক। তার জায়গায় ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক জোফরা আর্চার। এদিকে প্রথম টেস্টের দলে থাকা ওলে স্টোনও পিঠের ব্যথায় ছিটকে গেছেন।
ইংল্যান্ডের স্কোয়াড:
জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, স্যাম কারেন, জো ডেনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস এবং ক্রিস ওকস।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএইচএম