অলিম্পিকে ক্রিকেট যুক্ত হলে, এটি হবে দীর্ঘদিনের আশার ফসল। গ্যাটিং জানান, সাওহানি এমসিসিকে বলেছেন সঠিক প্রক্রিয়াই পারে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া মহাযজ্ঞে ক্রিকেটকে নিয়ে যেতে।
গ্যাটিং বলেন, ‘আইসিসির প্রধান নির্বার্হী মানু সাওহানির সঙ্গে আমরা কথা বলেছি। আর তিনি খুবই আশাবাদী যে আমরা ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে নিয়ে যেতে পারবো। এরই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে দারুণ কাজ করবে। ’
গ্যাটিং এছাড়াও ২০২২ বার্মিহাম কমনওয়েলথ গেমসে নারীদের ক্রিকেট খেলার ব্যাপারটি চূড়ান্ত করেছেন। তিনি জানান ১৯৯৮ সালের কুয়ালালামপুরের পর এই প্রথম এটি যুক্ত হলো। এ ব্যাপারে আয়োজক কমিটি ও আইসিসির কর্মকর্তারা সম্প্রতি সভা করেছে।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এমএমএস