বিকেএসপিতে প্রথম ম্যাচে লঙ্কান পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। হারের পর উদীয়মান তারকাদের সঙ্গে কথা বলেছিলেন মাশরাফি-মুশফিকরা।
লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ ইমার্জিং দল। স্কোর বোর্ডে ১২ রান তুলতেই বিদায় নেন ওপেনার মোহাম্মদ নাঈম (৫)। এরপর ৬৪ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার সাইফ হাসান (২৭)। এরপর থেকেই দলের রানের চাকা সচল রাখেন শান্ত ও ইয়াসির। দুজনে মিলে যোগ করেন ১২০ রান।
৮৮ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলে অধিনায়ক শান্ত বিদায় নিলেও দলকে জয়ের পথ দেখান ইয়াসির। ৪২তম ওভারে চতুর্থ উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৯৩ বলে ৮৫ রানের ঝলমলে এক ইনিংস। ম্যাচের সেরা এই ইনিংসটি ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় সাজানো। এরপর অবশ্য ৩৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি। তবে মাত্র ৩ বলে ২ ছক্কায় ১২ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইয়াসিন।
এর আগে কামিন্দু মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ফিফটি এবং অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও জিহান ড্যানিয়েলের চল্লিশোর্ধ্ব দুটি ইনিংসে ভর করে ২৭৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা ইমার্জিং দল। বল হাতে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলের শফিকুল ইসলাম। ২ উইকেট গেছে নাঈম ইসলামের দখলে। আর ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন সুমন খান, আমিনুল ইসলাম ও ইয়াসিন আরাফাত।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলের ইয়াসির আলী।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৪ আগস্ট, খুলনায়।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমএইচএম