অভিষেকেই যে ব্রুকস কোনো রেকর্ড গড়েছেন তা নয়। শেষ পযর্ন্ত আর্ন্তজাতিক অঙ্গনে খেলছেন তাতেই খুশি তিনি।
বিশ্ব ক্রিকেটে উইলিয়ামসন-কোহলি নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অথচ একই সময়ে খেলা ব্রুকসের অভিষেক হলো বৃহস্পতিবার (২২ আগস্ট) ভারতের বিপক্ষে। পুরনো বন্ধু কোহলির সঙ্গে হাতটা তিনি মিলিয়ে নিতেই পারেন। টিম ইন্ডিয়া অধিনায়ক চিনবেন তো ব্রুকসকে?
ব্রুকস অবশ্য দু’টো জায়গায় স্বান্তনা খুঁজে পেতে পারেন। তারচেয়েও বেশি বয়সে অভিষেক হয়েছে অনেক ক্রিকেটারের। ১৮৭৭ সালে ৪৯ বছর ১১৯ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ইংল্যান্ডের জেমস সাউদ্যারটন। ব্রুকস অনুপ্রেরণা পেতে পারেন নিজ দেশের নেলসন বেটানকোর্টের কাছ থেকেও। ১৯৩০ সালে পোর্ট অব স্পেনে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বছর ২৪২ দিন বয়সে সাদা পোশাকে খেলতে নামেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান-উইকেটরক্ষক।
ব্রুকস নিজেকে কিছুটা হলেও সৌভাগ্যবান ভাবতে পারেন। সেই সময় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল হিল এবং ইংল্যান্ডকে নেতৃর্ত্ব দেওয়া অ্যালেক্স ওয়েকলি আর্ন্তজাতিক ক্রিকেটেই খেলতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
ইউবি/এমকেএম