আফগানিস্তানের অনুশীলন। ছবি- সংগৃহীত
তিন সপ্তাহের সফরে সেপ্টেম্বরের শুরুর দিকেই বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে একটি টেস্ট ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে টি-টোয়েটন্টি টুর্নামেন্ট খেলবে দলটি। এই সফর সামনে রেখে বেশ ঘাম ঝড়াচ্ছে রশিদ খান-মোহাম্মদ নবীরা।
প্রচন্ড গরমে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের অনুশীলন চালাচ্ছে আফগানিস্তান দল। বিশ্বকাপের পর এটিই আফগানিস্তানের প্রথম ক্রিকেট মাঠে ফেরা।
সাধারণত ভারতকে নিজেদের হোমগ্রাউন্ড হিসেবে কাজে লাগালেও এবার আবুধাবিতেই নিজেদের অনুশীলন সেরে নিচ্ছে আফগানরা।
ইংল্যান্ড বিশ্বকাপ মোটেই ভালো যায়নি আফগানদের। ৯ ম্যাচের একটিতেঅ জয় পায়নি দলটি। বিশ্বকাপ চলাকালেই দলের মধ্যে দ্বন্দ্ব সামনে চলে আসে। যা প্রভাব ফেলে ক্রিকেটারদের পারফরম্যান্সেও। বিশ্বকাপ শেষেই তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় রশিদ খানের হাতে।
নতুন অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষাতেই বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।