ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্বে মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্বে মালিঙ্গা লাসিথ মালিঙ্গা: ছবি-সংগৃহীত

টেস্টের পর গত জুলাইয়ে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে ওয়ানডে থেকে অবসর নেন লাসিথ মালিঙ্গা। অবশ্য এখনও টি-টোয়েন্টি চালিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃর্ত্বও দেবেন তিনি।

শনিবার (২৪ আগস্ট) মালিঙ্গাকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হবে ০১ সেপ্টেম্বর, ক্যান্ডির পাল্লেকেল্লে আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বর্তমানে দু’দল দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে কলম্বোতে। গল টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক লঙ্কানরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। চূড়ান্ত এই স্কোয়াডের অনুমোদন দিয়েছেন শ্রীলঙ্কার টেলিকমিউনিকেশন, ফরেইন এ্যামপ্লয়মেন্ট অ্যান্ড স্পোর্টস মন্ত্রী হারিন ফার্নান্দো।

এই সপ্তাহের শুরুতে নিজেদের ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা দেয় সফরকারী কিউইরাও। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে দলকে নেতৃর্ত্ব দেবেন পেসার টিম সাউদি।

শ্রীলঙ্কার ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (সহ-অধিনায়ক) অভিষেক ফার্নান্দো, কুশল পেরেরা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, লাহিরু মাদুসানাকা।  

নিউজিল্যান্ডের ১৪ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টেল, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কাগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, সেথ রেঞ্চ, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, রস টেইলর।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘন্টা, আগস্ট ২৪, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।