ছুটিতে থাকা তামিম ইকবালের জায়গায় অভিজ্ঞ ইমরুলকে সুযোগ দেওয়ার কথা ভাবতে শুরু করেছিলেন নির্বাচকরা। কিন্তু দল ঘোষণার পর দেখা গেল বাদ দেওয়া হয়েছে বাঁহাতি ইমরুলকে।
তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, অনুশীলনে ঘাম ঝরালেও জায়গা হয়নি মোস্তাফিজেরও। এর কারণ হিসেবে নির্বাচকরা জানিয়েছেন, সামনের ব্যস্ত সূচি মাথায় রেখেই সতর্কতার জন্য তাকে বিবেচনা করা হয়নি।
মোস্তাফিজের স্কোয়াডের বাইরে থাকা নিয়ে নান্নু বলেন, ‘সে (মোস্তাফিজ) টানা খেলার মধ্যে রয়েছে। সামনে আমাদের ব্যস্ত সূচি। ত্রিদেশীয় সিরিজও আছে। এরপর আবার ভারত সফর। কন্ডিশনিং ক্যাম্পে হালকা চোট পেয়েছে বলেও শুনেছি। তাই তাকে নিয়ে বাড়তি সতর্কতা। ’
আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমএইচএম