তবে পুরো সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ভালো-খারাপের সংমিশ্রণ। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে পরাজয় এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর বেশ সমালোচনা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ জানান, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো দল। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফলাফল ভালো হত।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের দল এর চেয়ে আরও বেশি কিছু দেওয়ার মতো সামর্থ্য রাখে। টেস্টে হারার পর সবার সঙ্গে কথা হয়েছে, যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে হবে। তারপর টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ হারার পর মোরালি কিছুটা ব্যাকফুটে ছিলাম। তারপরও সবার ভেতরে যে স্পৃহাটা ছিল, ওটাই কাজে দিয়েছে।
আফগানিস্তানের কাছ থেকে কিছু শেখার আছে নাকি প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, আমার মনে হয় না ওদের (আফগানিস্তান) কাছ থেকে আমাদের আহামরি কিছু শেখার আছে। আমাদের ভুলের পরিমাণটা বেশি ছিল, তাই রেজাল্ট আমাদের পক্ষে আসে নাই। তবে ওদের (আফগানিস্তান) ক্রেডিট দিতে হবে যে, ওরা ভালো ক্রিকেট খেলেছে। একইসময় আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি।
মাহমুদউল্লাহ মনে করেন, বাংলাদেশের উন্নতির অনেক জায়গা রয়েছে, সেগুলো নিয়ে বাড়তি অনুশীলন করা প্রয়োজন। তা না হলে আসন্ন ভারত সফরে ভালো করাটা কঠিন হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরএআর/আরবি/