তবে এই এক বছরে সাকিবকে একবারে ক্রিকেটের বাইরে রাখতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বাংলানিউজকে জানান, সাকিবকে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা দেওয়া হবে।
আকরাম খান বলেন, ‘আগামী বোর্ড সভায় সাকিবের ব্যাপারে আলোচনা করা হবে, সে কী কী সুযোগ সুবিধা পারে। আলাদা করে যদি ট্রেনিংয়ের সুবিধা দেওয়া যায় তবে সেটাও সেখানে আলোচনা করা হবে। ’
সাকিবের কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘এখনই এতো তাড়াতাড়ি বলটা কঠিন। পরবর্তী সভায় এটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বোর্ড সভা কবে হবে তা বলা যাচ্ছে না। ’
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আরএআর/এমএমএস