দিন শেষে ৯০ ওভারে ঢাকা মেট্রো ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩৫৭ রান। সাদমান ২৫৭ বলে ২১টি চার আর দুটি ছক্কায় করেছেন ১৬২ রান।
ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রোর ওপেনার আজমির আহমেদ ০ রানে ফেরেন। তিন নম্বরে নামা শামসুর রহমান খেলেন ৫০ রানের ইনিংস। দলপতি মার্শাল আইয়ুব করেন ৪০ রান। আল আমিন ১১০ বলে ১১টি চার আর দুটি ছক্কায় করেন ৮৩ রান। ৭ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাবিদ হোসেন।
স্বাগতিক চট্টগ্রামের হাসাম মাহমুদ দুটি, নাঈম হাসান একটি আর মেহেদি হাসান রানা একটি করে উইকেট তুলে নেন। এই ম্যাচের মধ্যদিয়েই প্রথমশ্রেণির ক্রিকেটে অভিষেক হয় হাসাম মাহমুদের।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমআরপি