টুইটারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর সেই ভয়ংকর গতির স্পেল পোস্ট করেন পন্টিং। শোয়েবের সেই ওভারের প্রতিটি বলই ছিল আগুনে গতির।
টুইটারের সেই পোস্টের ক্যাপশনে পন্টিং লিখেন, ‘ফ্লিনটফের ওভারকে আমার মোকাবিলা করা সেরা ওভার বলার পর অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবে এবার শোয়েব আখতারের ১০০ কিলোমিটার গতির বল যা আমার আমার খেলা সব থেকে দ্রুত গতির স্পেল। বিশ্বাস করুন জাস্টিন (ল্যাঙ্গার) অনেক দূরে ছিল সরে ছিল। '
এখানে পন্টিং কিছুটা মজা করেছেন বর্তমান অজি দলের হেড কোচ ল্যাঙ্গারের সঙ্গে। তিনি বোঝাতে চেয়েছেন শোয়েবের ঝড়ো বোলিং মোকাবিলা করতে চাননি জাস্টিন।
শোয়েব আখতার আবার রিকি পন্টিংয়ের টুইটের জবাবে দেন। তিনি লেখেন, ‘একমাত্র রিকি পন্টিংই এভাবে খেলতে পারে। সে খুব সাহসী। আর জাস্টিন ল্যাঙ্গার অবশ্যই নন-স্ট্রাইকার এন্ডেই তাকতে চাইবে। '
এর আগে এ মাসের শুরুতে পন্টিং একটি ভিডিও শেয়ার করেছিলেন ২০০৫-এর অ্যাশেজের। যেখানে দেখা যাচ্ছে তিনি ইংলিশ সাবেক তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের বল মোকাবিলা করছেন। তিনি সেই ভিডিওতেই লিখেছিলেন সেরা যা তিনি খেলেছেন। ফ্লিনটফের সেই ওভারে রিকি পন্টিংকে রীতিমতো সমস্যায় পড়তে দেখা যায় এবং তার বলেই আউট হন।
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে রিকি পন্টিং ছিলেন সেরা অধিনায়কদের একজন। তার নেতৃত্বে ২০০৩ ও ২০০৭-এ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ২০১২তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এর আগে তিনি দেশের হয়ে ১৬৮টি টেস্ট, ৩৭৫টি ওডিআই ও ১৭টি টি-টোয়েন্টি খেলেন ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এমএমএস