সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যায় অ্যান্টিগা থেকে চার্টার প্লেনে চড়ে মঙ্গলবার সকালে ম্যানচেস্টারে ক্যারিবীয় দলের পৌঁছানোর কথা রয়েছে। পরবর্তীতে দলটি এমিরেটস ওল্ড ট্রাফোডে বায়ো-সিকিউর পরিবেশে আগামী তিন সপ্তাহ অনুশীলন করবে।
সাউদাম্পটনে ৮ জুলাই সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। তবে সফরকারীরা ৩ জুলাই তারা সেখানে পৌঁছাবে।
এর আগে গত সপ্তাহে তিন ম্যাচের এই সিরিজকে ঘিরে ২৫ সদস্যের দল ঘোষণা করেছিল। যেখানে ১১ জন রিজার্ভ ক্রিকেটার রাখা রয়েছে। আর ক্রিকেট ইতিহাসে প্রথবারের মতো বায়ো-সিকিউর পরিবেশে সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এমএমএস