সোমবার (জুন ১৫) গণমাধ্যমকে নিশ্চিত করেছে নারী ক্রিকেট দলের অপারেশন্স ইন-চার্জ তওহিদ মাহমুদ। তিনি জানিয়েছেন, সবসময়ই নারী ক্রিকেটারদের বেতন একসঙ্গে দেওয়া হয়।
তওহিদ বলেন, ‘এটা (এক সঙ্গে বেতন দেওয়া) আমরা নিয়মিত করে থাকি। যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদের প্রতিমাসে বেতন দিতেই হয় আমাদের। ছেলেরা ওদের বেতন প্রতি মাসে নেয়। মেয়েদের বেতন যেহেতু কম ছেলেদের চেয়ে, তাই ওদের বেতন প্রতিমাসে না দিয়ে একবারে দিয়ে দেই, যাতে তারা কিছু একটা করতে পারে। এটা আমরা সবসময় করি। যখন থেকে নারী দলের যে কজন প্লেয়ারকে চুক্তির আওতায় আনা হয়েছে তখন থেকেই আমরা বছরের বেতন একবারে দিয়ে দেই। আমরা চেষ্টা করছি এবার জুনের মধ্যেই দিয়ে দিতে। কারণ দেশের যে অবস্থা তাতে সবারই টাকা প্রয়োজন। তো আমরা পদক্ষেপ নিয়েছি এবার জুনের মধ্যেই সবার বেতন দিয়ে দিব। ’
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ১৫, ২০২০
আরএআর/এমএমএস