ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হলেন নিক হকলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুন ১৬, ২০২০
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হলেন নিক হকলি

করোনা ভাইরাসের সময় দুর্বল ব্যবস্থাপনার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর (সিইও) চাকরি হারাতে যাচ্ছেন কেভিন রবার্টস। এমন খবর আগেই জানা গিয়েছিল। এবার তাকে সরিয়ে পদটির জন্য অন্তর্বর্তীকালীন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নিক হকলিকে।

যদিও কেভিন রবার্টস অফিসিয়ালি পদত্যাগ করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসে। এর আগে করোনার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার আর্থিক দিক ভালো থাকলেও, রবার্টসের কথাবার্তায় মনে হতো, অস্ট্রেলীয় ক্রিকেটের যায় যায় অবস্থা।

এমনকি তিনি আর্থিক ক্ষতি কমাতে বোর্ড কর্মকর্তাদের বেতনের ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্তও নেন তিনি।

এছাড়া চলমান মাসের শুরুতে রবার্টস বলেছিলেন, করোনার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের প্রায় ৫৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। কিন্তু এমন খবরের সত্যতা নিয়ে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সন্দেহ প্রকাশ করছে।

এদিকে নতুন সিইও জায়গা নেয়া হকলি বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন। তিনি এ বছরের শুরুতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।