মঙ্গলবার (১৬ জুন) সংবাদ মাধ্যমে মিঠুন এই ইচ্ছার কথা জানান। তিনি মনে করেন, স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তা নিশ্চিত করে যদি ক্রিকেট ফেরানো যায় তবে সেটা ক্রিকেটারদের জন্যই ভালো হবে।
মিঠুন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে যদি ক্রিকেট ফেরানো হয় তাতে আমার কোনো সমস্যা নেই। এই মুহূর্তে যদি খেলা ফেরানো যায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কেউ আক্রান্ত হওয়াটা যেমন কাম্য নয় তেমনি ক্রিকেট না হওয়াটাও কাম্য নয়। অবশ্যই খেলতে চাই, তবে স্বাস্থ্যবিধি মেনে। ’
তবে মিঠুন মনে করেন, ক্রিকেট ফেরাতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হোক এটা কারও কাম্য নয়। তাই নিরাপত্তার সর্বোচ্চটুকু দিয়ে মাঠে ক্রিকেট ফেরাতে পারলে ভালো হয়।
তিনি বলেন, ‘অবশ্যই আমাদের দেশের পরিস্থিতি আগের চেয়ে খারাপ। এটা দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তবে এটা ঠিক যে, করোনার কারণেই খেলা বন্ধ হয়েছিল এবং তা ফিরবে করোনা ঠিক হলে। করোনা কোনদিকে মোড় নিচ্ছে সেটা কিন্তু আমাদের দেখা উচিত। কেননা খেলতে গিয়ে কেউ আক্রান্ত হলে তা কিন্তু আবার বেশি সমস্যা তৈরি করবে। আমি কখনোই চাইব না যে, কেউ আক্রান্ত হোক। ’
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ১৬, ২০২০
আরএআর/ইউবি