ঢাকা, বৃহস্পতিবার, ৩ শ্রাবণ ১৪৩১, ১৮ জুলাই ২০২৪, ১১ মহররম ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের জার্সিতে থাকছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ২৯, ২০২০
ক্যারিবীয়দের জার্সিতে থাকছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের জার্সির কলারে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতীক নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিশের হাতে নির্মম মৃত্যুর পর তাকে শ্রদ্ধা ও এর প্রতিবাদ জানাতে এমন উদ্যোগ নিয়েছে ক্যারিবীয়রা।

এ ব্যাপারে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘আমরা বিশ্বাস করি এ ব্যাপারে আমাদের সংহতি দেখানো উচিৎ ও সচেতনতা তৈরি করতে হবে। ’

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০টি দলের জার্সিতে এই লোগো ব্যবহার হবে।

আর সেটিই ক্যারিবিয়ানদের জার্সিতে থাকবে ইতোমধ্যে এটির অনুমতি দিয়েছে আইসিসি।

তবে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতে এই সিরিজে ইংলিশ ক্রিকেটাররা কোনো উদ্যোগ নেবেন বলে আলোচনা চলছে।

আগামী ৮ জুলাই শুরু হবে ৩ ম্যাচের এই টেস্ট সিরিজ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।