ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিম

দেশের করোনা পরিস্থিতির অবনতি ঠেকাতে বুধবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এর মধ্যেই এদিন থেকে শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের তাৎপর্যপূর্ণ মাস ‘রমজান’।

 

করোনা পরিস্থিতিতে দেশবাসীকে এই রমজানে ধৈর্য ধরার আহ্বান জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে সবাইকে দেশ ও জনগণের মঙ্গল কামনায় প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে অবস্থান করা সাকিব।  

অন্যদিকে এই রমজানে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে সবার সুস্থতা কামনা করলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগণের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।

ফেসবুকে জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।