নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন কুমার দাস। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচে তিনি রানের দেখা পেয়েছেন।
টিম সবুজের অধিনায়ক ও টেস্ট দলের নেতা মুমিনুল হক শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয়বারের মতো ব্যাট করার সুযোগ পান। সুযোগ পেয়ে তিনি করেন ৪৭ রান। মোহাম্মদ মিঠুন ২৮ ও সাদমান ইসলাম ১৯ রান করেন। শরিফুল ইসলাম ২০ রানে অপরাজিত থাকেন। লাল দলের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ৪১ রানে ৩ উইকেট নেন। তবে উইকেট বোলারদের পক্ষে ছিল না। পেসার আবু জায়েদ রাহি ও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।
প্রথম দিন, তামিম ইকবালের নেতৃত্বাধীন লাল দল ১ উইকেটে ৩৪১ রান করে। ৬৩ রান করে আহত অবসর নেন তামিম। সাইফ হাসান ৫৩ ও নাজমুল হোসেন শান্তও ৫২ রান করে আহত অবসর নেন। এছাড়া নুরুল হাসান সোহান ৪৮ রান করেন। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর ১২ থেকে ১৪ এপ্রিল তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইনে ছিল বাংলাদেশ। লঙ্কান সফরে এটিই ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচ। ২১ এপ্রিল প্রথম টেস্ট শুরুর আগে ১৯ ও ২০ এপ্রিল অনুশীলন করবে বাংলাদেশ। ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
এমএমএস