ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিন সকালে দ্রুত রান চান ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
তৃতীয় দিন সকালে দ্রুত রান চান ডমিঙ্গো

আলোর স্বল্পতায় আগেভাগেই খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বেশ ভালোভাবেই উইকেটে বেশ জাঁকিয়ে বসেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দলীয় সংগ্রহও ৫০০-এর দিকে ছুটছিল।

এবার তৃতীয় দিন সকালে শিষ্যদের রানের চাকা আরও জোরে ঘুরানোর নিদান দিলেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪ রান। ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিক, ২৫ রানে লিটন দাস। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৫০ রান।  

ডমিঙ্গো চান দলের সংগ্রহটা ৫০০ ছাড়িয়ে যতটা সম্ভব স্বাগতিক শ্রীলঙ্কার নাগালের বাইরে নিয়ে যাওয়া। যদিও ব্যাটিং উইকেটে বাকি তিন দিনে লঙ্কানদের ২০ উইকেট তুলে নেওয়া সহজ হবে না। প্রথম দুই দিনেই বোঝা গেছে, পাল্লেকেলের উইকেট ব্যাটিং স্বর্গ।  

আজ অনলাইন সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, 'আমাদের কাল সকালে দ্রুত কিছু রান করতে হবে। আমরা চাই ৫২০-এর আশপাশে রান করে ওদের ব্যাটিংয়ে পাঠিয়ে চাপে ফেলতে। '

ব্যাটিং স্বর্গেও স্বাগতিকদের ২০ উইকেট নেওয়ার আশা দেখছেন ডমিঙ্গো, 'উইকেট খুবই ভালো আচরণ করছে। তবে উইকেটের দুই প্রান্তেই ক্ষত তৈরি হচ্ছে। আশা করি এটা স্পিনারদের ম্যাচে আনবে। আর বড় রানের পর ব্যাটিং করাটা সব সময়ই চাপের। ওদের ব্যাটসম্যানরা ক্লান্ত থাকবে, রানের চাপ থাকবে তাদের ওপর, বোলারদের দুই-একটি ভালো স্পেল, ওদের দুই-একটি ভুল মিলিয়েই ২০ উইকেট নেওয়ার দারুণ সুযোগ থাকবে। কাজটা কঠিন, তবে আমরা আগামী দুই দিন সব চেষ্টাই করব। '

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।