একসঙ্গে দুটি নতুন রেকর্ডের মালিক হতে আর মাত্র ১ উইকেট দরকার সাকিব আল হাসানের।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হতে মাত্র ১ উইকেট প্রয়োজন সাকিবের।
ওয়ানডেতে মাশরাফি ও সাকিব দুজনের সংগ্রহেই রয়েছে সমান ২৬৯টি করে উইকেট। চলতি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেই মাশরাফিকে তাই ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। মাশরাফি তার ওয়ানডে ক্যারিয়ারে ২১১টি ম্যাচ খেলেছেন। আর সাকিবের নামের পাশে আছে ২১৮টি ম্যাচ।
অন্যদিকে সিরিজের শেষ ম্যাচের ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আর মাত্র ১টি উইকেট পেলে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাবেন সাকিব। পাকিস্তানের সাবেক অধিনায়ক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে ১২২ উইকেট নিয়েছেন। আর সাকিব মিরপুরে ৮৪ ম্যাচে নিয়েছেন তার সমান উইকেট।
শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে। এই ম্যাচেই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারবেন সাকিব।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ২৭, ২০২১
এমএইচএম