মিজানুর রহমানের ব্যাটে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি এসেছে। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার সেরা স্কোর।
বিকেএসপিতে বৃহস্পতিবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজান ৬৫ বলে সেঞ্চুরি পূরণ করেন। যেখানে ছিল ১৩টি চার ও ৩টি ছক্কা। মিজানের আগের সর্বোচ্চ অপরাজিত ৭৯ ছিল এই লিগেই।
এর আগে মুনিম শাহরিয়ারের অপরাজিত ৯২ ছিল এবারের লিগের আগের ব্যক্তিগত সর্বোচ্চ। তবে সেঞ্চুরির পথে চলতি লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের সীমানাও স্পর্শ করেন মিজান।
৩১ বলে ফিফটি করা মিজান দলের ইনিংস বলতে গেলে একাই টেনে নেন। দ্বিতীয় উইকেটে জাহিদের সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন তিনি। অবশ্য মিজানের শতরান ছোঁয়ার ওভার শেষেই বৃ্ষ্টিতে বন্ধ হয় খেলা। ১৭ ওভারে ব্রাদার্সের রান ২ উইকেটে ১৩৩।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এমএমএস