ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সবাই চাইলে পাপন থাকবেন, তবে...

স্পের্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
সবাই চাইলে পাপন থাকবেন, তবে... মিডিয়ার সামনে কথা বলছেন পাপন। ছবি: শোয়েব মিথুন

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এত দয়িত্ব নিতে চান না নাজমুল হাসান পাপন। তবে ছেড়ে দেবেন তেমনটিও বলেননি।

সবাই চাইলে আগামী বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হবেন এবং পদে থাকলে দায়িত্ব ভাগ করে নিতে চান।

বুধবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে পাপন আগামী বোর্ড নির্বাচন ও নিজের থাকা নিয়ে কথা বলেন। পাপন বলেন, আমরা চাচ্ছি অক্টোবরে, মানে বিশ্বকাপ আছে সামনে। তার আগেই নির্বাচন শেষ করে নতুন বোর্ডের কাছে হস্তান্তরের চিন্তাও করা হচ্ছে। ’ 

তিনি আরও বলেন, ‘আমার সমস্যাটা হচ্ছে যে এখন সভাপতি হিসেবে কাজের লোডটা যে এত বেশি সেটা আমি চাচ্ছি না। আমি এটা এনজয় করি কিন্তু এই ফুল টাইমটা দেয়া সামনে প্রায় অসম্ভব। যদি সময় না দেই তবে বোর্ড ভুগবে সেটা আমি চাই না। এজন্য প্রেসিডেন্ট পদে বা পরিচালক পদেও নতুন কেউ যদি আসে তাহলে সেটা সহজ হবে। আমি সেটাই চেষ্টা করছি যে গতানুগতিক অবস্থা থেকে বের হতে। ’ 

‘আমি চিন্তা করছি নতুন কেউ এসে তো এত কাজ একসঙ্গে করতে পারবে না। তাই চিন্তা ভাবনা করছি এটা বোর্ডে থেকে কিভাবে আলাদা দায়িত্ব দেয়া যায় কিনা। একজন সভাপতি থেকে তার নেতৃত্বে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জন দায়িত্বে থাকতে পারে। এটা ওপেন তাই এটা আগে থেকে কারা আসবে তা বলা যাবে না। তবে সবাই যদি আমাকেই বলে থাকতে তবে আমার একটা প্রপোসাল থাকবে, দায়িত্ব ভাগ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।