ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মিঠুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মিঠুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। যেখানে মোট ২৪জন জায়গা পেয়েছেন।

আর তিন ফরম্যাটের চুক্তিতে রয়েছেন মাত্র ৫জন। তবে সমর্থকদের দ্বারা সমালোচনার শিকার মোহাম্মদ মিঠুন এবার কোনো ফরম্যাটের চুক্তিতেই জায়াগা পাননি। বাদ পড়েছেন টেস্টের চুক্তিতে থাকা নাঈম হাসানও।

টেস্টের চুক্তিতে রাখা হয়েছে ১৪জনকে। ওয়ানডে ফরম্যাটে আছেন ১২জন ক্রিকেটার। আর টি-টোয়েন্টিতে ক্রিকেটে রয়েছেন ১৫জন।

চুক্তিতে নতুন করে জায়গা করে নিয়েছেন শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ ও শামীম হোসেন। চুক্তিতে ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।  নিষেধাজ্ঞার কারণে গত বছর চুক্তি থেকে বাদ পড়েন সাকিব।

অন্য পাঁচ জনের মতো তামিম ইকবালেরও তিন ফরম্যাটের চুক্তিতে থাকার কথা ছিল। তবে বুধবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কারণে এই ফরম্যাটে বাদ পড়েছেন।

চলমান বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি থাকছে।

নিচে পাঠকদের জন্য কে কোন ফরম্যাটে রয়েছেন তার তালিকা দেওয়া হলো।

তিন ফরম্যাটে: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাশ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়ানডে ও টেস্ট: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

টেস্ট: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত , আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন।  

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন।  

টি-টোয়েন্টি: সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।