ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রশিদ-নবীদের ক্রিকেট খেলার অনুমতি দিল তালেবান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
রশিদ-নবীদের ক্রিকেট খেলার অনুমতি দিল তালেবান

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখন তা অনেকটাই কেটে গেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান ক্রিকেট দলকে সিরিজ খেলার অনুমতি দিয়েছে তালেবান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সিইও হামিদ শিনওয়ারি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তালেবানরা ক্রিকেট ভালোবাসে। ক্রিকেট সিরিজগুলো সিডিউল অনুযায়ী চলছে। প্রশাসনের উধ্বর্তন লোকদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার ব্যাপারে সমর্থন জানিয়েছে। ’

চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে দুবাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবেন রশিদ-নবীরা। শিনওয়ারি জানান, বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তালেবান।  

এসিবির সিইও বলেন ‘তালেবান ক্রিকেটকে সমর্থন করে। আমরা তাদের থেকে সবুজ সংকেত পেয়েছি। ক্রিকেট প্রেমীদের জন্য এটি ভালো সংবাদ যে, তারা (তালেবান) ক্রিকেটকে সমর্থন করে যাবে। এটিই সবচেয়ে বড় বিষয়। ’

এদিকে চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এ বিষয়টিও নিশ্চিত করেন হামিদ শিনওয়ারি।  

বাংলাদেশ সময় : ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।