ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টানা ৬ ম্যাচ পর এমন সংগ্রহ পেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
টানা ৬ ম্যাচ পর এমন সংগ্রহ পেল বাংলাদেশ ব্যাট করছেন মাহমুদউল্লাহ। ছবি: শোয়েব মিথুন

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে রান তুলতে বেশ ঘাম ঝরাতে হচ্ছে বাংলাদেশকে। যদিও প্রতিক্ষকে ছোট সংগ্রহেও হার মানিয়ে দিচ্ছে টাইগাররা।

পিচ কিছুটা স্পিন ও ধীর গতির হওয়াতেই আসলে এমন চিত্র দেখা যাচ্ছে। সর্বশেষ অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করে নাকানিচুবানি খেয়ে ফিরেছে। এবার তাদের প্রতিবেশি দেশ নিউজিল্যান্ডও উইকেটে রীতিমতো খাবি খাচ্ছে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে। যা গত ৬ ম্যাচ পর এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬১ রানের লক্ষ্যে অনায়াসেই জিতে যায় বাংলাদেশ। এছাড়া অজি সিরিজে বাংলাদেশের স্কোরগুলো ছিল যথাক্রমে ১৩১ (জয়), ১২৩ (জয়), ১২৭ (জয়), ১০৪ (হার)ও ১২২ (জয়)।

এর আগে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টির শেষটিতে ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।