ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আগস্ট মাসের সেরার লড়াইয়ে রুট, আফ্রিদি ও বুমরাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
আগস্ট মাসের সেরার লড়াইয়ে রুট, আফ্রিদি ও বুমরাহ

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতি মাসে ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে সেরা খেলোয়াড় নির্বাচন করে। এরই ধারাবাহিকতায় আগস্ট মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

ইংলিশ অধিনায়ক জো রুটের পাশাপাশি এ তালিকায় জায়গা করে নিয়েছেন জসপ্রিত বুমরাহ ও শাহিন শাহ আফ্রিদি।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী ভারতের বিপক্ষে জয়লাভ করে সমতায় ফিরে ইংল্যান্ড। টুর্নামেন্টজুড়ে এ পর্যন্ত টানা তিন সেঞ্চুরি করেন ইংলিশ অধিনায়ক জো রুট। দীর্ঘ ছয় বছর পর টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেন এ তারকা ক্রিকেটার। এমন অতিমানবীয় ফর্মে থাকায় আগস্টের সেরা ক্রিকেটারের তালিকায় নাম লেখালেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে দুই টেস্ট ম্যাচে ১৮ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় ম্যাচে বল হাতে একাই ১০ উইকেট নিয়ে পাকিস্তানকে এনে দেন ১০৯ রানের বিশাল জয়। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও মোহাম্মদ জাহিদের পর চতুর্থ বোলার হিসেবে পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচে ১০ উইকেট শিকার করার নজির গড়েন তিনি। এমন দুর্দান্ত ফর্মের দরুণ জায়গা করে নিয়েছে আগস্টের সেরা ক্রিকেটারদের তালিকায়।

ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন ভারতীয় বোলার জসপ্রিত বুমরাহ। প্রথম ম্যাচে ৯ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট করতে নেমে নবম উইকেটে এস ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয় এনে দেন। জায়গা করে নেন আগস্ট মাসের সেরা ক্রিকেটারদের কাতারে।  

আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থকরা তার প্রিয় ক্রিকেটারকে ভোট দিতে পারবে। ভোটদানের শেষ সময় শনিবার (১১ আগস্ট) পর্যন্ত। সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে সোমবার (১২ আগস্ট)।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad