ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আগুনের জবাব আগুন দিয়ে দিতে চায় কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
আগুনের জবাব আগুন দিয়ে দিতে চায় কিউইরা নিউজিল্যান্ড কোচ গ্লেন পকন্যাল/সংগৃহীত ছবি

সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে হেরে বসেছে বাংলাদেশ। একে তো প্রতিপক্ষ নিউজিল্যান্ডের তৃতীয় সারির দল, তারওপর আবার ঘরের মাটিতে ব্যাটিং ব্যর্থতায় হার, টাইগার শিবিরে নিঃসন্দেহে এখন প্রতিশোধের আগুন জ্বলছে।

তবে নিউজিল্যান্ড কোচ গ্লেন পকন্যাল হুমকির সুরে জানালেন, আগুনের জবাব আগুন দিয়েই দেবে তার দল।

আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পকন্যাল বলেন, 'দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই তাদের রেকর্ড দুর্দান্ত। এভাবে হারার পর তাই তাদের রক্তক্ষরণ হওয়ার কথা এবং তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাবে আমরা আগুন দিয়েই দেব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সমানে। আগামীকাল ২-২ করে ফেলতে পারি আমরা। তারপর দেখব শেষ ম্যাচে কী হয়। '

সহজ জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে জয়টা আসে বেশ লড়াইয়ের পর। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ধসে পড়ে। মাত্র ৭৬ রানে সব উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। যা দেশের মাটিতে টি-টোয়েন্টিতে টাইগারদের সর্বনিম্ম স্কোর। অন্যদিকে ৫২ রানের বড় জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে নিউজিল্যান্ড শিবির। তাই বুধবারের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই শুধু নয়, আরও বেশি কিছুর আশা করছে পকন্যালের দল।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।