ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

ইপিএল খেলতে ভোরে দেশ ছাড়লেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
ইপিএল খেলতে ভোরে দেশ ছাড়লেন তামিম

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা তামিম ইকবাল নিজের নাম সরিয়ে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। দেশের হয়ে না খেললেও নেপালের ফ্রাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলবেন বাঁহাতি এ ওপেনার।

ক্রিকেটের বাইরেও ঘুরাঘুরি করতে ভালোবাসেন তামিম। তাছাড়া দীর্ঘদিন পর চোট কাটানো তামিমের এখন মাঠে ফেরা প্রয়োজন। তাই ইপিএলে খেলতে গিয়ে নেপালে ঘুরাঘুরির পাশাপাশি ক্রিকেটে ফেরাটাও হয়ে যাবে।  

ইপিএলে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টায় নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তামিম। বাংলাদেশি ও ওপেনারের দলে খেলবেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার উপুল থারাঙ্গাও। দলটির হয়ে দীনেশ চান্দিমালের খেলার কথা থাকলে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন।

তামিম ও থারাঙ্গা ছাড়াও ইপিএলের এবারের আসরে পাকিস্তানের শহীদ আফ্রিদি, জিম্বাবুয়ের সিকান্দার রাজার মতো ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ২৫ সেপ্টেম্বর। ৯ অক্টোবর পর্যন্ত চলবে প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টটি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।