ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার টিকিট পেল আয়ারল্যান্ড-আমিরাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
অস্ট্রেলিয়ার টিকিট পেল আয়ারল্যান্ড-আমিরাত

টানা সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল আয়ারল্যান্ড। তাদের সঙ্গী হয়েছে সংযুক্ত আরব আমিরাতও।

২০০৭ সালে যাত্রা শুরু করা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে খেলতে পারেনি আইরিশরা। এরপর থেকে বৈশ্বিক এই আসরের নিয়মিত সদস্য তারা। এবারও তার ব্যতিক্রম হলো না।  

আজ সেমিফাইনালে আয়ারল্যান্ড ৫৬ রানে হারায় ওমানকে। আইরিশদের ৭ উইকেটে ১৬৫ রানের জবাবে ওমান গুটিয়ে যায় ১০৯ রানে। অপর সেমিফাইনালটাও ছিল একপেশে। আরব আমিরাতের ৭ উইকেটে ১৭৫ রানের জবাবে নেপাল অল আউট ১০৭-এ। ৬৮ রানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয় আরব আমিরাতের।

গত আসরে স্বাগতিক হয়েও খেলতে না পারার জ্বালা নিশ্চয়ই কমবে এমন সাফল্যে। ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নেবে আরো দুটি দল। জুনে জিম্বাবুয়েতে কোয়ালিফায়ার ‘বি’ নামের সেই বাছাই পর্বে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।