ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজটি নিজেদের করে নিয়েছে এক ম্যাচ হাতে রেখেই।

শেষ ম্যাচ জিতলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা।  

ওই লক্ষ্যে গায়ানার প্রভিডেন্স পার্কে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এর আগে প্রথম ওয়ানডেতে ৬ ও দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের জয়ে সিরিজ জেতে সফরকারীরা।  

টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজটা অবশ্য ভালো কাটেনি বাংলাদেশের। টেস্টে হোয়াইটওয়াশের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ২-০ ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম। ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ানডে ফরম্যাটে এক হাজার রান করে জাতীয় দল আসা এনামুল হক বিজয় তিন ম্যাচের একটিতেও ‍সুযোগ পেলেন না।  
 

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : নিকোলাস পুরান, শাই হোপ, রভম্যান পাওয়েল, সামারাহ ব্রুকস, ব্রেন্ডন কিং, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মোতি, আলজেরি জোসেফ, আকিল হোসেন।

বাংলাদেশ সময় : ১৯০৪, জুলাই ১৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।