ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোসাদ্দেকের প্রথম পাঁচ, বাংলাদেশের চতুর্থ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
মোসাদ্দেকের প্রথম পাঁচ, বাংলাদেশের চতুর্থ

মূল স্পিনারদের একজন তিনি নন। তবুও তাকে দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং শুরু করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

মোসাদ্দেক হোসেনও তার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তিনি।  

স্বীকৃতি ক্রিকেটেই এর আগে কেবল একবার ফাইফারের স্বাদ পান মোসাদ্দেক। সেটি লিস্ট এ ম্যাচে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তিনি। এর আগে এই ফরম্যাটে পাঁচ উইকেট নিয়েছেন ইলিয়াস সানি, সাকিব আল হাসান  এবং মোস্তাফিজুর রহমান।

ইনিংসের একদম প্রথম ওভারে রেজিস চাকাভাকে সোহানের ক্যাচ বানিয়ে প্রথম সাফল্য পান মোসাদ্দেক। টানা চার ওভারের কোটা শেষ করেন তিনি। সপ্তম ওভারে পঞ্চম বলে মিল্টন সাম্বাকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন তিনি।

মোসাদ্দেকের বোলিং ফিগার দাঁড়ায়- ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে ৫ উইকেট। বাংলাদেশের হয়ে কোনো ডানহাতি অফ স্পিনারের এটাই সেরা বোলিং। মোসাদ্দেকের কল্যাণে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় : ১৭৫৯, জুলাই ৩১, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।