ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালদ্বীপ নারী ক্রিকেট দলের কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
মালদ্বীপ নারী ক্রিকেট দলের কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরাকে এবার দেখা যাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে। মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি।

আজ রোববার সন্ধ্যায় একট টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপ ক্রিকেট।  

ফাতেমা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে তিনি সিএ এবং আইসিসির লেভেল-২ কোচিং সার্টিফিকেট অর্জন করেন।

মালদ্বীপের মেয়েরা সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে। এখন পর্যন্ত তারা মাত্র ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে; তিন বছর আগে ২০১৯ সালে। দলটিকে এগিয়ে নিতে ২০১১ সাল থেকে নারী ক্রিকেট উন্নয়ন প্রোগ্রামে জড়িত ফাতেমাকে বেছে নিয়েছে মালদ্বীপ ক্রিকেট।

বিকেএসপির নারী ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করেছিলেন ফাতেমা। এর আগে ২০১৫ সালে মেয়েদের প্রথম বিভাগের ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।