ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে একাদশে রিয়াদের জায়গা হবে?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এশিয়া কাপে একাদশে রিয়াদের জায়গা হবে?

মাহমুদউল্লাহ রিয়াদ এশিয়া কাপের স্কোয়াডে থাকবেন কি না তা নিয়েই ছিল অনেক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ১৭জনের দলে রাখা হয়েছে তাকে।

জিম্বাবুয়ে সফরে ‘বিশ্রামে’ থাকায় অধিনায়ক ছিলেন না। এশিয়া কাপেই নেতৃত্ব থেকে বাদ পড়েছেন পুরোপুরি।  

কিন্তু একাদশে তার জায়গা এখনও অনিশ্চিত। প্রথমত অধিনায়ক তিনি নন, তার ওপর দলে মিডল-অর্ডার ব্যাটারও আছেন তুলনামূলক বেশি। যদিও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, একাদশে জায়গা আছে রিয়াদের। কারণ হিসেবে বলছেন অভিজ্ঞতা।  

সোমবার তিনি বলেছেন, ‘মাহমুদউল্লাহর জন্য জায়গা তো থাকবেই। অভিজ্ঞতা আছে, এই ফরম্যাটে অনেক ম্যাচ খেলেছে। আমার মনে হয় ১২০টার মতো ম্যাচ খেলেছে। অভিজ্ঞতা তো আছেই। ব্যাটার আমরা অনেককে নিয়েছি, আমি যেটা বারবার বলছি পজিশন ফিক্সড করার কথা বলছি না যে কে কোথায় ব্যাট করবে। রিয়াদকে হয়তো উপরে ব্যাট করতে হতে পারে, হয়তো সাত আটে করবে। আপনি জানেন না কোথায় করাবো। ’

‘আমরা ওইভাবে বসিনি। যাওয়ার আগে ম্যাচ সিনারিওতে আমরা দুটি প্র্যাক্টিস করতে চাই। সবাইকে সবার দায়িত্বটা এবার বুঝিয়ে দেবো। আমাদের কী প্রত্যাশা, সেটাও স্পষ্ট করে বলা হবে। তাদের কাছে কী চাই। ১০৬-১০ স্ট্রাইক রেটে ব্যাট করে আপনি আন্তর্জাতিক ক্রিকেট জিততে পারবেন না। আপনার ১৪০-৫০ এ ব্যাট করতে হবে। আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেট অনুসরণ করেন, তাদের নাম্বার ৬-৭ কী স্ট্রাইক রেটে ব্যাট করে, টপ অর্ডাররা কততে ব্যাট করে। ’ 

রিয়াদকে এশিয়া কাপের স্কোয়াডে রাখার ব্যাপারে সুজন বলেছেন, ‘সত্যি কথা বলতে আপনারা যেটা বললেন জায়গা দিয়েছেন। আমাদের হাতে কিন্তু এত খেলোয়াড় নেই। আপনি যদি এখন চান, দল বদল করে পারবেন না। আমি যেটা বললাম ইনজুরির একটা শঙ্কা আছে। অবশ্যই খেলোয়াড়দেরই তাদের খেলার ধরন বুঝতে হবে। ’

বাংলাদেশ সময় : ১৮৪৯, আগস্ট ১৫, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।