ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে নালায় মিললো গৃহবধূর মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
রাউজানে নালায় মিললো গৃহবধূর মরদেহ  ...

চট্টগ্রাম: রাউজানে নিখোঁজের চারদিন পর রোকসানা আকতার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ মিলেছে শৌচাগারের নালায়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঠান পাড়া গ্রামে শৌচাগারের নালা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।


 
শুক্রবার (২ ডিসেম্বর) মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ওই গ্রামের মুহাম্মদ আজমের স্ত্রী।

এর আগে রোববার সকালে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন রোকসানা আকতার। এ ঘটনায় সোমবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আজম।

রোকসানার বোন তাহমিনা আকতার বলেন, আমার বোনের স্বামীর মালিকানাধীন ২০ লাখ টাকার জমি সম্প্রতি বিক্রি করে দেন তাঁর মামা ইসহাক ইউসুফ। এ নিয়ে প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এ ঘটনা নিয়েই আমার বোনকে হত্যা করা হতে পারে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বাংলানিউজকে বলেন, শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গৃহবধূকে হত্যা করে মরদেহ গুম করার জন্য বাড়ির পেছনে শৌচাগারের নালার ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।