ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনস্রোতে চলন্ত, জীবন্ত ফেস্টুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
জনস্রোতে চলন্ত, জীবন্ত ফেস্টুন ...

চট্টগ্রাম: হাসিখুশি তরুণের উদোম শরীরে সাদা ক্যানভাস। তাতে লেখা ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’।

 

রোববার (০৪ ডিসেম্বর) সকালে পলোগ্রাউন্ডমুখী জনস্রোতে চলন্ত, জীবন্ত ফেস্টুনটি নজর কাড়ছিল সবার।  

মূল মাঠে আরেকটি ফেস্টুন দু’হাতে উঁচিয়ে ধরে আছেন মো. আলী।

তাতে লাল রঙে লেখা ‘আমি চাই বাংলার মানুষের মুক্তি, শোষণের মুক্তি, যদি বাংলার মানুষের মুক্তি না আসে, তবে আমার কাছে মৃত্যুই শ্রেয়- জননেত্রী শেখ হাসিনা’। ‘বাংলার মাটি শেখ হাসিনার ঘাঁটি। বার বার দরকার জননেত্রীর সরকার’।

দেশপ্রেমে বাংলাদেশের ব্যানারে আরেক ভক্ত প্রচার করছে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণসহ সরকারের নানা উন্নয়নযজ্ঞ। ছোট, মাঝারি, বড় নৌকা। বাহারি নৌকা। বর্ণিল নৌকা দেখা গেল প্রতিটি মিছিলের আগে। কিছু মিছিলে ছিল বড় বড় জাতীয় পতাকা। ঢাক, ঢোল, ব্যান্ড পার্টির বাদ্য ছাপিয়ে যাচ্ছে মিছিল, স্লোগানে। শোডাউন হচ্ছে বড়, লম্বা মিছিলে। পতেঙ্গা বন্দরটিলার নারী শক্তির হাজারো নারী নিজেদের উপস্থিতি জানান এক ডিজাইনের শাড়িতে।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।