ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাজারো নেতা-কর্মীর মিছিল নিয়ে জনসভায় যুবলীগের মনোয়ার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
হাজারো নেতা-কর্মীর মিছিল নিয়ে জনসভায় যুবলীগের মনোয়ার  হাজারো নেতা-কর্মীর মিছিলসহ জনসভায় যোগ দেন যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল।

চট্টগ্রাম: নগরের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় হাজারো নেতা-কর্মীর মিছিলসহ অংশ নিয়েছেন যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল।  

রোববার (৪ ডিসেম্বর) সকালে নগরের ঈদগাঁ থেকে মিছিল নিয়ে দেওয়ানহাট, টাইগারপাস হয়ে জনসভাস্থলে আসেন।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মুহুর্মুহু স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিলের অগ্রভাগে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ যুবলীগ নেতাদের ছবিসহ প্লেকার্ড।
 

মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল বাংলানিউজকে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ), সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও চট্টলরত্ন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশে মিছিলসহ ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে জননেত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়েছি আমরা। আমাদের মিছিলে প্রায় সাড়ে যুবলীগ ও ছাত্রলীগের সাড়ে চার হাজার নেতা-কর্মী ছিলেন।  

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, নগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন লুভন, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব দাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সভাপতি নাছির উদ্দীন বুলু, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, নগর যুবলীগ নেতা আরিফ মুহাম্মদ হারুনী, পাহাড়তলী থানা যুবলীগ নেতা মানিক শাহাদাত, আরিফ, এনামুল হক আজিম, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা শাহাদাত, বাবু, রাজু, মেহেদী, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য মারুফ হোসেন, জাহিদুল ইসলাম প্রান্ত, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক তানভীর আমিন, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিদ্ধার্থ শংকর দাশ, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা আরমান সাব্বির, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, আশিক, কালাম, রাকিব, ১১ নম্বর ওয়ার্ডের নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

স্মরণকালের সবচেয়ে বড় এ জনসভায় লাখো নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। সিআরবি সাত রাস্তার মোড়সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রচার করা হয় প্রধানমন্ত্রীর ভাষণ।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।