ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্রিজের ভাঙা পাটাতনে ২ ঘণ্টা আটকে ছিল বৃদ্ধের পা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
ব্রিজের ভাঙা পাটাতনে ২ ঘণ্টা আটকে ছিল বৃদ্ধের পা ...

চট্টগ্রাম: রাউজানে বেইলি ব্রিজের পাটাতনের ভাঙা অংশে এক বৃদ্ধের পা আটকে যাওয়ার দুই ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।  

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গহিরা ইউনিয়নে ইছাপুর সড়কের ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।

পা আটকে যাওয়া ওই বৃদ্ধের নাম মোহাম্মদ সৈয়দুল হক (৮৫)। তিনি গহিরা ইউনিয়নের জেবল সওদাগর বাড়ির বাসিন্দা।

বাজার থেকে ফেরার পথে বেইলি ব্রিজের ভাঙা অংশে পা আটকে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।  

গহিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, বাড়ি ফেরার পথে আবছা অন্ধকারে হঠাৎ ভাঙা অংশে পা পড়ে। এতে পা আটকে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।  

ইউপি সদস্য জানান, প্রায় ২২ বছর আগে ব্রিজটি তৈরি করা হয়েছিল। এর আগেও কয়েকবার ব্রিজটির পাটাতন ভেঙেছে।  মেরামত করা হয়নি। অনেক সময় সিএনজি অটোরিকশার চাকাও ভাঙা অংশে আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।  

উদ্ধার অভিযানে থাকা হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেক হাসান বাংলানিউজকে বলেন, আমরা ৭টার দিকে খবর পাই। ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।