ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে ভার্চ্যুয়ালি সরব থাকতে হবে: নওফেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে ভার্চ্যুয়ালি সরব থাকতে হবে: নওফেল ...

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সকল অপশক্তিকে রুখে দিতে নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে হবে। দেশি-বিদেশি চক্র দেশ নিয়ে চক্রান্ত করছে।

আমরা তাদের শক্ত হাতে দমন করবো। ভার্চ্যুয়ালি দেশের বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র ভার্চুয়ালি জবাব দিতে হবে।
 

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামের সামনের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের  সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ এক সময় বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালনা করেছে। অনেক গুণীজনের জন্ম হয়েছে দক্ষিণ জেলায়। এখান থেকেই অনেকেই কেন্দ্রীয় আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন।  

নওফেল বলেন, আমাদের তরুণ প্রজন্মকে বলবো- মিছিল-মিটিং, ব্যানার-পোস্টারে নিজেকে বেশি নিমজ্জিত না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করতে হবে। দাঁতভাঙা জবাব দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে হবে৷ কোনও অপশক্তিকে এ দেশে সন্ত্রাসবাদ কায়েম করতে দেওয়া হবে না৷ দেশের সকল উন্নয়ন বহির্বিশ্বে জানান দিতে হবে। ভার্চ্যুয়াল বিশ্বটাকেও আমাদের মুঠোয় নিয়ে আসতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।