ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার: বিপ্লব বড়ুয়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার: বিপ্লব বড়ুয়া  বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামের সামনের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে সুসংগঠিত হতে হবে, কোনও নেতার নামে স্লোগান না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হোন।

নির্বাচনের আরেকটি বছর বাকি রয়েছে। এসময়ের মধ্যে আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের সামগ্রিক উন্নয়ন বিশ্বের দরবারে তুলে ধরতে হবে।  

বিপ্লব বড়ুয়া বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি, তাহলে শেখ হাসিনাকে পরাজিত করার কোনও শক্তি নেই। সমগ্র বাংলাদেশে যে সমতার উন্নয়ন হয়েছে, সে উন্নয়নের ধারা যদি আমরা অব্যাহত রাখতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।