ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাত ও সড়ক দখল, ৩৪ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
ফুটপাত ও সড়ক দখল, ৩৪ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের এক্সেস রোড ও শেখ মুজিব সড়ক এবং ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (১২ ডিসেম্বর) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

 
 
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর একটি অভিযানে নগরের ডবলমুরিং থানাধীন ডিটি রোডের মনসুরাবাদ এলাকার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।