ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করছে সরকার: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করছে সরকার: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ভুক্তভোগী। উন্নত দেশগুলোর ক্রমাগত কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশের মত দেশগুলো ক্ষতির শিকার হচ্ছে।

তাই জলবায়ু রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ এখন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করছে।
সরকার চেষ্টা করছে মোট জ্বালানির ৩০-৪০ শতাংশ জ্বালানি নবায়নযোগ্য উৎস থেকে সংগ্রহ করতে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে রেডিসন ব্লুতে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) আয়োজিত রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজম্যান্ট বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সবচেয়ে জনসংখ্যা ঘনত্বের দেশ। আবার ভৌগলিক কারণে বাংলাদেশ দুর্যোগ প্রবণ। তারপরও আমরা কৃষি ক্ষেত্রে স্বনির্ভর। আমরা ধান, মাছ সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনে এগিয়ে। কিভাবে এ উন্নয়ন সম্ভব হলো? এটি কোনো জাদু নয়, এটি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জাদুকরী নেতৃত্ব।

ইউএসটিসি মেডিক্যাল ফ্যাকাল্টির ডিন ডা. এ এম এম এহতেশামুল হকে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুছ ছালাম, ইউএসটিসি’র উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবদুর রাজ্জাক, ইউএসটিসির পরিচালক ডা. শেখ মোশেদ নূর, ইউএসটিসি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।