ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৮শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
১৮শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম: নগরের নিউ মার্কেট এলাকা থেকে ১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ মো. পারভেজ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পারভেজ কক্সবাজারের উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহানের বাড়ীর আবদুল গফুরের ছেলে।

কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বাংলানিউজকে জানান, রাতে চেক পোস্টে তল্লাশী করার সময় পারভেজ নামে একজনকে ১৮ শ পিস ইয়াবাসহ পাওয়া যায়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইয়াবাগুলো কক্সবাজারের উখিয়া থেকে পাইকারী দামে কিনে এনেছিল। ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাচ্ছিল ।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।