ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপি’র উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
সিএমপি’র উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বুধবার (১ মার্চ) সকাল ১০টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ও বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিএমপি কমিশনার, ডিআইজি, জেলা এসপি, ট্যুরিস্ট পুলিশ, র‌্যাব, রেলওয়ে পুলিশ, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এপিবিএন, আরআরএফ, নৌ পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

 

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. মহিতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ও জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ।

 

স্মৃতিচারণ করেন দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী ইন্সপেক্টর অনিতা রানী রায়ের মেয়ে অর্পিতা রায় চৌধুরী ও কনস্টেবল অভি দাশের মা রুমি দাশ।  সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে সম্মাননা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।