ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে বসতঘরে ডাকাত দলের হামলায় ৩ জন আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
সন্দ্বীপে বসতঘরে ডাকাত দলের হামলায় ৩ জন আহত ...

চট্টগ্রাম: সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে বসতঘরে ডাকাত দলের হামলায় শিশু ও নারীসহ এক পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন।  

রোববার (৫ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ভোরে ডাকাতদল ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান আজিমের ঘরে ঢুকে তাণ্ডব চালায়।

একপর্যায়ে আজিমকে কুপিয়ে জখম করে এবং তার স্ত্রী সন্দ্বীপ পাবলিক হাইস্কুলের শিক্ষিকা মাইমুনা খানম নিপা ও শিশু কন্যাকে মারধর করে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

আহত শিক্ষিকার ভাই তুহিন জানান, ভোরে ডাকাতদলের ৬ জন সদস্য অস্ত্র নিয়ে ঘরে ঢুকে টাকা ও জিনিসপত্রের জন্য মারধর করে। এসময় ভগ্নিপতি আজিমকে কোপানো হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ও মগধরা ইউপি চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন।

সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।