ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একদিনে ৮০ লাখ টাকার চেক পেলেন ২৫ ক্ষতিগ্রস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
একদিনে ৮০ লাখ টাকার চেক পেলেন ২৫ ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় মাঠ পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) কর্তৃক চেক বিতরণ করা হয়েছে। একদিনে ক্ষতিগ্রস্ত ২৫ জনকে ৮০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

সোমবার (৬মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আনোয়ারা উপজেলার ক্ষতিগ্রস্তদের পরিবারে এ চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আবু রায়হান দোলন।

এতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসান মুরাদ ও  সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) আবু রায়হান দোলন বলেন, এখন থেকে মাঠ পর্যায়ে চেক বিতরণ কার্যকক্রম অব্যাহত থাকবে। আজকে প্রায় ২৫ জনের মধ্যে প্রায় ৮০ লাখ টাকার চেক বিতরণের উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত লোকজন তাদের অর্থ নিজ ঘরের পাশে নিজ হাতে গ্রহণ করেছেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফরুজ্জামান বলেন, এলএ শাখার মাধ্যমে চেক বিতরণের কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। জালিয়াতি ও প্রতারণারোধে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিকে সরেজমিন তার নিজ জায়গায় ক্ষতিপূরণের চেক বিতরণ করছে। দালালদের দৌরাত্ম কমাতে কাজ করে যাচ্ছি। এর সুফল জনগণ পাবে বলে আশা করি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।