ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

'দেশ ও জনগণের প্রয়োজনে কমিউনিস্টরা রাজপথে থাকবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
'দেশ ও জনগণের প্রয়োজনে কমিউনিস্টরা রাজপথে থাকবে’

চট্টগ্রাম: নগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (৬ মার্চ) বিকেলে হাজারী লেনের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য লাল পতাকার মিছিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, কমিউনিস্ট পার্টি উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল। ব্রিটিশ আমল থেকে শুরু করে, ভারত ভাগ ,পাকিস্তান আমলেও কমিউনিস্ট পার্টির নেতারা সব আন্দোলনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন।

নির্যাতনের শিকার হয়েছেন। কমিউনিস্ট পার্টি করতে যোগ্যতা লাগে, মেধা লাগে। যোগ্য হয়েই কমিউনিস্ট পার্টির সদস্য হতে হয়। এ অঞ্চলে যত বড় বড় আন্দোলন হয়েছে ,জাতীয় পর্যায়ের আন্দোলন হয়েছে সবকিছুতেই কমিউনিস্ট পার্টির কর্মীরা ছিলেন। তাদের নেতৃত্বেই শোষিতের পক্ষে শোষকদের বিরুদ্ধে অনেক বড় বড় আন্দোলন সফল হয়েছে।

তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ সব আন্দোলন-সংগ্রামেই সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। দেশ ও জনগণের যেকোনো প্রয়োজনে সিপিবি রাজপথে ছিল। মানুষের ওপর যতদিন শোষণ থাকবে ততদিন কমিউনিস্ট পার্টির সংগ্রাম অব্যহত থাকবে।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, জেলা কমিটির সদস্য শ্রমিকনেতা মো. মছিউদ্দৌলা।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কার্যালয় থেকে বর্ণাঢ্য লাল পতাকার মিছিল বের করা হয়। মিছিলটি সিনেমা প্যালেস, কোতোয়ালী মোড়, নিউমার্কেট হয়ে পুরাতন রেল স্টেশনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।