ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের অধীন ব্যালটের পাতানো নির্বাচনে যাবে না বিএনপি: ডা. শাহাদাত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
আ.লীগের অধীন ব্যালটের পাতানো নির্বাচনে যাবে না বিএনপি: ডা. শাহাদাত 

চট্টগ্রাম: ইভিএম বাদ দিলেও আওয়ামী লীগ সরকারের অধীনে ব্যালটের পাতানো  নির্বাচনে বিএনপি যাবে না বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে নগর মহিলা দলের উদ্যোগ ইফতার ও সেহরী সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।  

ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণ কথা বলতে পারে না।

কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। জনগণের মুখ বন্ধ করে রেখেছে।
 যেন সরকারের সমালোচনা করতে না পারে। তাই এ সরকারকে জনগণ বিশ্বাস করে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এ সরকারের অধীনে নয়।

তিনি আরও বলেন, এই সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো দলীয় ও একপেশী  নির্বাচন। এ সরকার জনগণের সকল অধিকার থেকে বঞ্চিত করেছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, অবৈধ সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে সফল। তাদের দুর্নীতি ও অর্থপাচারের খেশারত দিচ্ছে জনগণ। দেশের জনগণ আজ খেতে পারছেনা, জনগণের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেনা।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক রাবেয়া বেগম রাবুর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. এরশাদ হোসেন ও ৪৩ নম্বর  ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।