ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে মেকানিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে মেকানিকের মৃত্যু ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে রড বোঝাই ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে চাপা পড়ে মো. আবুল হোসেন  (৪৫) নামের এক গাড়ি মেকানিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি  ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মেকানিক  মো. আবুল হোসেন  সীতাকুণ্ডের কুমিরার ঘাটঘর এলাকার মো. আলী হোসেনের ছেলে।  

বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আলমগীর বাংলানিউজকে জানান, রড বোঝাই গাড়িটির চাকা মেরামত করার সময় চাকার সঙ্গে লাগানো জগ (কৃত্রিমভাবে লাগানো সাপোর্ট) ছুটে গেলে চাপা পড়ে আবুল হোসেন।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।