ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫০০ অসহায় পেল শিক্ষা উপমন্ত্রীর ইফতার-সেহেরি সামগ্রী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
৫০০ অসহায় পেল শিক্ষা উপমন্ত্রীর ইফতার-সেহেরি সামগ্রী 

চট্টগ্রাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ইফতার ও সেহেরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।  

এরই অংশ হিসেবে বুধবার (৫ এপ্রিল) বিকেলে নগরের এনায়েত বাজারের ডায়বেটিক হাসপাতালের মাঠে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্বাবধানে পাঁচ শতাধিক  হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, যুবলীগ নেতা রিটু দাশ বাবলু, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইসমাইল মনু, অ্যাড. শ্রীপতি কান্তি পাল, অ্যাড. মানিক দে, যুগ্ম সাধারণ সম্পাদক বিপু ঘোষ বিলু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান সারু, সুজিত ঘোষ, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক সবুজ কান্তি দে, আজাদ উল্লাহ নেজাম, এমএ আওয়াল, মনজুরুল আলম, রফিক আহমেদ, কবির আহমেদ, এস কে আকরাম, আশিষ চক্রবর্তী বাচ্চু, গোপাল ঘোষ, এএম কুতুব উদ্দীন চৌধুরী, রতন ঘোষ, মোর্শেদ আলম, দেলোয়ার হোসন, মো. ফরিদ, আবু তাহের রানা, মো. ইকবাল, দোলোয়ার হোসেন ডন, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মনির ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, রিপন ঘোষ, জোবায়ের আলম আশিক, আব্দুল্লাহ আল সাইমুন, কাজী ইসমাইল সাকিব, রাকিব চৌধুরী, রতন চৌধুরী, ইয়াসির আরাফাত রিকু, মো. তামিম প্রমুখ।

বক্তারা বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছিলেন চট্টগ্রামের হতদরিদ্র মানুষের বন্ধু।

তিনি সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াতেন, তাদের সুখ দূঃখের খবর নিতেন। রমজানে হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ইফতার করতেন। মহিউদ্দিন চৌধুরীর সেই দায়িত্ব এখন যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন তারই সুযোগ্য পুত্র শিক্ষা উপমন্ত্রী  ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রমজানে তিনি চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন। রমজান মাসকে ঘিরে হাজার হাজার পরিবারের কাছে তার এই ইফতার ও সেহেরি সামগ্রী সাধারণ মানুষের মুখে হাসি ফুটাচ্ছে।  

এ সময় বক্তারা সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।