ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ১  ...

চট্টগ্রাম: নগরের বন্দর এলাকার গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) রুটে তেলবাহী ওয়াগন ট্রেনের সঙ্গে  কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের সহকারী লোকোমাস্টার আতিকুল ইসলাম আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে সিজিপিওয়াই’র লেবার কলোনী সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে বলে জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আরএনবির চীফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান বাংলানিউজকে বলেন, ট্রেনটি পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানি থেকে তেল নিয়ে বিমানবন্দর থেকে সিজিপিওয়াই আসছিল। পরে লেবার কলোনী সংলগ্ন রেললাইনে একটি কাভার্ডভ্যান ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের এএলএম আঘাত পেয়েছেন। কাভার্ডভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।